Warning: mysqli_num_fields() expects parameter 1 to be mysqli_result, bool given in /hermes/bosnacweb05/bosnacweb05cd/b1372/dom.anisurrm197636719/wp_site_1640141258/wp-includes/class-wpdb.php on line 3863
রিজিক – Mahjabeen's kitchen
Warning: filesize(): stat failed for /hermes/bosnacweb05/bosnacweb05cd/b1372/dom.anisurrm197636719/wp_site_1640141258/wp-content/cache/db/options/029/406/0294064cffdce1246ade0db9e359909b.php in /hermes/bosnacweb05/bosnacweb05cd/b1372/dom.anisurrm197636719/wp_site_1640141258/wp-content/plugins/w3-total-cache/Cache_File.php on line 159
রিজিক হল আল্লাহর দান। কালকের কথাই বলি, গতকালকে আমার তিনটা অর্ডার ছিল। ভোরবেলা সিঙ্গারা বানালাম। আগের দিন রাতে বানিয়েছিলাম নাগেট। তারপর সকালে কুকিজ আর পেটিস এর অর্ডার ছিল। দুপুরের মধ্যে বানানো শেষ করলাম। তারপর শুরু করলাম প্যাকিং। আলহামদুলিল্লাহ দুইটার মধ্যে কাজ শেষ করতে পারলাম। মনে মনে চিন্তা করলাম যে আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হলো। এরপর একটু রেস্ট নেবো।
কিন্তু তারপর এল ফোন চারটা পিজ্জার। পিজ্জা কালকেই লাগবে (মানে আজকে)। তারমানে তখনই পিজ্জা বানিয়ে ফ্রিজ করতে হবে। মনে মনে চিন্তা করলাম অসুবিধা নেই। ভিতরের ফিলিংটা তো সকালেই রান্না করলাম শুধু বানিয়ে ফেলবো। বিকালের মধ্যে শেষ।
তারপরে আমার এলাকায় প্রতিবেশীর বাসায় ডেলিভারি ছিল ডেলিভারি দিলাম এবং গল্প করতে করতে আপু জিজ্ঞেস করলেন যে এক্সট্রা পিজ্জা আছে কিনা। বললাম চারটা পিজা অর্ডার এসেছে ৫ টা বানিয়েছি, একটা এক্সট্রা। উনি বললেন, তাহলে এটা আমাকে দিয়ে দেন। আবারো আল্লাহর কাছে শুকরিয়া- আল্লাহর রিজিক বাড়িয়ে দিলেন।তাড়াতাড়ি বাসায় এসে বেক করে ওই পিজ্জা পাঠিয়ে দিলাম। এই করতে করতে সন্ধ্যা।
সন্ধ্যায় এল বান্ধবীর মেসেজ, তাঁর কিছু ফ্রোজেন ফুড লাগবে। জানলাম কি কি লাগবে? বলল চিকেন নাগেট**পিস, চিকেন কাটলেট **পিস, আর দুটো ছোট পিজ্জা আর 2 টা বড় পিজ্জা। বান্ধবীর কাছে সময় চেয়ে নিলাম।
আলহামদুলিল্লাহ যেখানে দুপুরে ই কাজ শেষ সেখানে আরও তিন তিনটা অর্ডার আল্লাহ আমার জন্য রেখেছেন। রিজিক কার কখন কিভাবে আসে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।